মাটির নিচ থেকে ভেসে আসছিল নবজাতকের কান্না, নাড়িও কাটা হয়নি


 গাজীপুরে মাটির নিচে উপুড় করে চাপা দেওয়া অবস্থায় কান্নারত এক নবজাতককে উদ্ধার করেছে স্থানীয়রা। তবে নবজাতকটিকে শেষ পর্যন্ত বাঁচানো সম্ভব হয়নি।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোবারক হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, গত সোমবার গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের শিরিরচালা এলাকার সামিট ক্যাডেট একাডেমির পেছনের মাঠের পাশে শিশুরা খেলা করছিল। হঠাৎ মাটির নিচ থেকে ভেসে আসা এক নবজাতকের কান্নার শব্দ শুনতে পায় তারা। এরপর কান্নার শব্দ ধীরে ধীরে বাড়তে থাকলে শিশুরা আশপাশের লোকজনকে ডেকে আনে। পরে তারা মাটির নিচে উপুড় করে চাপা দেওয়া অবস্থায় এক নবজাতককে দেখতে পায়। দ্রুত মাটি সরিয়ে নবজাতককে উদ্ধার করেন তারা।


Post a Comment

নবীনতর পূর্বতন