বিষাক্ত প্রাণ ঘাতি সাপ এখন সারাদেশে


 ⚠️ কালাচ সাপ – বাংলাদেশের সবচেয়ে মারাত্মক সাপ


🐍 দিনে লুকিয়ে থাকে, রাতে বের হয়

🐍 ঘরে ঢুকে কাথা, কাপড় বা অন্ধকার কোণায় লুকায়

🐍 কামড় দিলে কোনো ব্যথা হয় না – মশার কামড়ের মতো অনুভূতিও হয় না

🐍 ঘুমের মধ্যে মানুষ টের পাওয়ার আগেই মৃত্যু ঘটতে পারে


🛑 কামড়ের লক্ষণ


চোখের পাতা ভারী হয়ে আসা


কথা জড়ানো


শরীর অবশ হওয়া


শেষে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু

---


✅ প্রতিরোধের উপায়


✔️ রাতে মশারি ব্যবহার

✔️ বিছানায় কাপড়/কাথা ফেলে না রাখা

✔️ কাপড়-জুতা ব্যবহারের আগে ঝেড়ে দেখা

✔️ ঘরে ইঁদুর দূর করা

✔️ সন্দেহজনক কামড় হলে দ্রুত হাসপাতালে যাওয়া


👉 কালাচ সাপের কামড়কে কখনও হালকাভাবে নেবেন না। দ্রুত চিকিৎসাই বাঁচার একমাত্র উপায়।



Post a Comment

নবীনতর পূর্বতন