যুবদল নেতার নেতৃত্বে বিদ্যালয় থেকে শিক্ষককে তুলে এনে পিটিয়ে হাসপাতালে ভর্তি

 


গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যুবদল নেতার নেতৃত্বে বিদ্যালয়ের অফিস কক্ষ থেকে তুলে নিয়ে এক শিক্ষককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় শিক্ষককে রক্ষা করতে গেলে বিদ্যালয়ের প্রাক্তন এক শিক্ষার্থীকেও পিটিয়ে আহত করা হয়।

রবিবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার বঙ্গবন্ধু সরকারি উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। মারধরের শিকার দুজন হলেন বিদ্যালয়ের ব্যবসায় শাখার সহকারী শিক্ষক মো. বশির উদ্দিন ও প্রাক্তন শিক্ষার্থী রিজভী আহমেদ রাজীব। অভিযুক্ত রাশেদুল ইসলাম রনি উপজেলার আটাবহ ইউনিয়নের জালশোকা গ্রামের আজিবরের ছেলে। তিনি গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।

বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে বশির উদ্দিন ও প্রধান শিক্ষক আনন্দ কুমার গল্প করছিলেন। এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, যুবদল কর্মী রাকিব হাসানসহ কয়েকজন লাঠিসোঁটা নিয়ে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেন। তারা শিক্ষক বশির উদ্দিনকে জোর করে ধরে বিদ্যালয়ের প্রধান ফটকে নিয়ে যান। সেখানে এলোপাতাড়ি মারধর করা হয়। তখন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনিসহ তার ১৫-২০ জন সহযোগী উপস্থিত ছিলেন। এ সময়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিজভী আহমেদ দেখতে পেয়ে রক্ষা করতে গেলে তাকেও এলোপাতাড়ি পিটিয়ে রক্তাক্ত করেন হামলাকারীরা। একপর্যায়ে বিদ্যালয়ের দফতরিসহ আশপাশের লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

বশির উদ্দিন বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন আহমেদ, যুবদল কর্মী রাকিব হাসান ও তাজিদ মিয়া বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেন। তারা আমাকে টেনেহিঁচড়ে গেটের বাইরে নিয়ে যান। সেখানে পিটিয়ে রক্তাক্ত করা হয়। আমাকে মারধর করতে দেখে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রিজভী আহমেদ রক্ষা এগিয়ে আসলে তাকেও পিটিয়ে আহত করা হয়। এরপর বিদ্যালয়ের দফতরিসহ আশপাশের লোকজন আমাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’

Post a Comment

নবীনতর পূর্বতন