গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে ২০২ পিস ইয়াবাসহ টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সোহান মোল্লাকে (২২) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সোমবার (২০ জানুয়ারি) ভোররাতে উপজেলার গিমাডাঙ্গা এলাকা থেকে ইয়াবাসহ ওই ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করা হয়।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃত সোহান মোল্লা টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা এলাকার ওলিয়র রহমানের ছেলে। তিনি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।
জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে ২০২ পিস ইয়াবাসহ সোহান মোল্লাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে টুঙ্গিপাড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন