ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে গাজায় একটি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ‘আলোচনায় অগ্রগতির’ মধ্যেই একাধিক হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার উপত্যকাজুড়ে ৬২ জন নিহতের তথ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
ইসরায়েলের অবরোধ ও বোমাবর্ষণ করা অঞ্চলে দৈনিক হতাহতের সর্বশেষ তথ্য প্রকাশ করা হয়েছে। এছাড়া অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ৬ জন নিহতের তথ্য দিয়েছে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড।
আমেরিকার প্রচেষ্টায় ও কাতারের মধ্যস্ততায় গাজায় যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মঙ্গলবার থেকে চাউর হয়েছে। চুক্তির ঘোষণা যেকোনো সময় আসতে পারে বলেও গতকাল খবর দিয়েছিল টাইমস অব ইসরায়েল। প্রথম ধাপে ৩৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় অন্তত ৪৬ হাজার ৭০৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত এক লাখ ১০ হাজার ২৬৫ জনে।

একটি মন্তব্য পোস্ট করুন