যে ছেলে মা-বাবাকে ভাত দেয়না সে থাকবে জেলখানায়: থানার ওসি


 

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সম্প্রতি এক বক্তব্যে জানিয়েছেন, যারা মা-বাবার দেখভাল করেন না, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “যে ছেলে মা-বাবাকে ভাত দেয় না,

সে থাকবে জেলখানায়। আপনারা আমাকে ভাই, ছেলে বা ভাতিজা মনে করতে পারেন। আমি এই থানায় এসেছি জনগণের সেবা করতে। আমার থানায় মামলা করতে কোনো টাকা লাগে না, কোনো দালাল বা নেতার দরকার হয় না।

তিনি আরও বলেন, “আমি এখানে সেবক হিসেবে এসেছি। আপনারা আমাদের সরকারি কর্মচারীদের বেতন দেন, অর্থাৎ প্রকৃত মালিক আপনারাই। কাজেই জনগণের স্বার্থে কাজ করাই আমাদের দায়িত্ব।

Post a Comment

নবীনতর পূর্বতন