লাইফ সাপোর্টে তামিম ইকবাল

 


বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সবচেয়ে সফল ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বুকে ব্যথা অনুভব করায় তাকে সোমবার (২৪ মার্চ) বিকেএসপির পাশে ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র। আরেকটি সূত্র জানায়, তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক করেছেন তিনি। হেলিকপ্টারে এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করেও পারা যায়নি। ফলে দ্রুত স্থানীয় কেপিজে হাসপাতালে নেয়া হয় তামিমকে


Post a Comment

নবীনতর পূর্বতন