প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, বাবা-মেয়ের মৃত্যু

 


নাটোরের লালপুরে কদিমচিলান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কের গোধড়ায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে বাবা-মেয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন চালকসহ মা। বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- শাহারিয়ার শাকিল (৩৫) ও তার মেয়ে  সুমাইরা খাতুন (২)। আর আহতরা হলেন- প্রাইভেটকারের চালক রিপন ও নিহত শাকিলের স্ত্রী আয়শা আক্তার রুনী (২৬)।

বনপাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইসমাইল হোসেন ও স্থানীয়রা জানান, যশোর থেকে প্রাইভেটকার নিয়ে ঈদের ছুটিতে বগুড়ার শাজাহানপুর গ্রামের বাড়ীতে যাচ্ছিল শাহরিয়ার হোসেন শাকিল, তার স্ত্রী ও শিশু কন্যা মারিয়া আক্তার। পথে নাটোরের লালপুরের নাটোর-পাবনা মহাসড়কের গোধরা এলাকায় পৌঁছালে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সাথে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে যায়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পে

Post a Comment

নবীনতর পূর্বতন