বীরশ্রেষ্ঠ রুহুল আমিন হত্যায় ভারতের হাত!

 


বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের সংশ্লিষ্টতা সবারই জানা। তবে ইতিহাসে এমন কিছু ঘটনা আছে, যেখানে ভারতের নিজেদের স্বার্থ প্রাধান্য পাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। এর একটি উদাহরণ বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের শহীদ হওয়া এবং বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ডুবিয়ে দেয়ার ঘটনা।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মেজর শফিউল্লাহর নেতৃত্বে দুই নম্বর সেক্টরে সক্রিয় অংশ নেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। তিনি বাংলাদেশ নৌবাহিনী গঠনের জন্য কাজ শুরু করেন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরে অংশ নেয়া নৌবাহিনী সদস্যদের একত্রিত করে ১৯৭১ সালের সেপ্টেম্বর মাসে ভারতের আগরতলায় ১০ নম্বর নৌ সেক্টর গঠন করা হয়। সেখানে তিনি ভারতীয় নৌবাহিনীর ক্যাপ্টেন মনীন্দ্রনাথ সামন্তের তত্ত্বাবধানে কাজ শুরু করেন। 

অন্যদিকে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের নৌবাহিনী দুটি গানবোর্ড, পদ্মা ও পলাশ, ভারতের গার্ডেন রিচ ডকইয়ার্ডে তৈরি করে এবং এগুলোকে ১০ ডিসেম্বর ১৯৭১ তারিখে মংলা বন্দরে পৌঁছায়। সেখান থেকে ভারতীয় গানবোর্ড পানভেলের সাথে যুক্ত হয়ে তারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে অভিযানে অংশ নেয়। 

Post a Comment

নবীনতর পূর্বতন