পাওনা টাকা না পেয়ে ৫ম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন চল্লিশোর্ধ্ব শিপন


বাবা ঋণের টাকা পরিশোধ করতে না পারায় ফুপুর যোগসাজশে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে বিয়ে করার অভিযোগ উঠেছে চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির ওপর। পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় এমন ঘটনা ঘটেছে। জানা যায়, এই ঘটনায় শিশুটিকে দুদফা ঘর থেকে তুলে নেওয়ারও অভিযোগ উঠেছে। 

শিশুটির বাবা জানান, চার মাস আগে তার বোন জাহানারার মাধ্যমে তিনি বালিয়াতলী ইউনিয়নের লেমুপাড়া গ্রামের শিপন হাওলাদারের কাছ থেকে ৪০ হাজার টাকা ধার নেন। কিন্তু, নির্ধারিত সময়ে সেই টাকা পরিশোধ করতে না পারায় এক মাস আগে কৌশলে শিশুটিকে বেড়ানোর কথা বলে প্রথমে লেমুপাড়ায় নিজের বাড়িতে নিয়ে যান জাহানারা। পরে কলাপাড়া শহরের একটি বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে তার বিয়ে দেয়া হয় চল্লিশোর্ধ্ব শিপনের সঙ্গে। সম্প্রতি শিশুটিকে দুদফা তুলে নেওয়ার চেষ্টা করেছে জাহানারা ও শিপন।

তবে, বিয়ের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত শিপন ও জাহানারা। তাদের দাবি, টাকা না দেওয়ার জন্য এসব মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

এ বিষয়ে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘ঘটনাটি শুনেছি, দ্রুত তদন্ত করা হবে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

Post a Comment

নবীনতর পূর্বতন