ভারতে কুম্ভ মেলায় বিস্ফোরণের পর ভয়াবহ আগুন


 

ভারতের উত্তরপ্রদেশে কুম্ভমেলায় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ আগুন লেগেছে। রোববার (১৯ জানুয়ারি) এ ঘটনা ঘটে। আগুনে অন্তত ১৮টি তাঁবু পুড়ে ভস্মিভূত হয়েছে। অবশ্য এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় এক কর্মকর্তা বলেছেন, নিরাপত্তার অংশ হিসেবে সেখানে আগে থেকেই ফায়ার ট্রাক প্রস্তুত রাখা ছিল। যখন আগুন লাগে তখন সেগুলো ঘটনাস্থলে যায় এবং দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া আশপাশের তাঁবুর লোকদের সরিয়ে নেওয়া হয়।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অগ্নিকাণ্ড সম্পর্কে জানতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সেখানে কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাকে পাঠান তিনি।

স্থানীয় অক্ষর পুলিশ স্টেশনের কর্মকর্তা ভাস্কর মিশ্র

Post a Comment

নবীনতর পূর্বতন