‘মা’ দেশ স্বাধীন করেছি- মৃত্যু শয্যায় শহীদ সাব্বির

 


জুলাই -বিপ্লবের ছাত্র জনতার যৌক্তিক দাবি আদায়ের মিছিলে যায় সাব্বির। ৫ আগস্ট সরকার পদত্যাগের পর উচ্ছ্বসিত জনতার সাথে বিজয় মিছিল নিয়ে দেবিদ্বার থানা অভ্যন্তরে যান । তখন থানা থেকে গুলিবর্ষণ করা হয়। মাথায় গুলিবিদ্ধ হয় আমিরুল ইসলাম সাব্বির (১৮)। হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ৪০ দিন পর মৃত্যুবরণ করেন তিনি। সাব্বিরের মৃত্যুতে বিধবা ‘ মা ’ রিনা আক্তার মানসিকভাবে ভেঙে পড়েন। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে তাঁর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। বেঁচে থাকার স্বপ্নগুলো পরিণত হয় দুঃস্বপ্নে ।

নিহত সাব্বিরের ‘মা’ রিনা আক্তার বলেন, বুকের মানিক হারিয়ে আজ আমি নিঃস্ব। বেঁচে থাকার অবলম্বন ছিল সে। হাসপাতালে মৃত্যু শয্যায় জানতে চেয়েছিলাম- বাবা কেন গিয়েছ আন্দোলন করতে, আমরা গরীব মানুষ , আমাদের আবার আন্দোলন কিসের ? ছেলে বলেছিল “ মা দেশ স্বাধীন করতে গিয়েছি, এখন আমরা স্বাধীন ”। এই ছোট কথাটুকু বলে সে চলে যায়।

Post a Comment

নবীনতর পূর্বতন